» 
 » 
Studio 58 - Ei Amar Shohor



Текст песни Misc Unsigned Bands - Studio 58 - Ei Amar Shohor

Studio 58 - Ei Amar Shohor
Misc Unsigned Bands
এই আমার শহর, জানালা ও ঘর
শেওলা প্রাচীর জানে, কে আপন পর
বাতাসের শহর,ঠিক তারপর
স্বপ্ন জমিয়ে রাখে
প্রাচীর পাজর , আমার এ শহর
এ শহর বুকে , সুখে অসুখে
ধূসর হাপড় জমে রোধ
পোড়া মুখে...
বিকেলের ছাঁদে , কেউ একা কাদে
কেউ ভুলে জড়াবে , শহরের ফাঁদে
বিকেলের ছাঁদে , কেউ একা কাদে
কেউ ভুলে জড়াবে , শহরের ফাঁদে

তুমি কি প্রাপক ,অনাগত শোক
চিঠি হলে বিম্ভ্রম , নিয়ন আলোক
এ শহর জানে , কোন আহবানে
নিজে কে নিজেই ভাঙ্গে , কেউ অভিমানে
এ শহরের রোদ , রুপালী পারদ
অনাহত আততাই কিছু প্রতিশোধ
এ শহর জানে , রাত কানে কানে
জোছনায় , কবিতায় , তার আহবানে

বিকেলের ছাঁদে , কেউ একা কাদে
কেউ ভুলে জড়াবে , শহরের ফাঁদে
বিকেলের ছাঁদে , কেউ একা কাদে
কেউ ভুলে জড়াবে , শহরের ফাঁদে
https://lyrics.primoaccordo.net/misc-unsigned-bands/studio-58-ei-amar-shohor.htm