Title: Briddhasrom Singer : Nachiketa Chakraborty Language: Bangla If you face any kind of problem send me an email at newullas@outlook.com and I will update the chords. Chords : , , And ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্লাটে যায়না দেখা, এপারওপার নানানরকম জিনিস। আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম, একমাত্র আমি, ছেলের আমার, আমার প্রতি, অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম.... আমার ব্যাবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্লাটে রাখা যায়না, অর বাবার ছবি,, ঘড়ি, ছড়ি, বিদায় হল তাড়াতাড়ি, ফেলে গেলো, কাকে খেল, পোষা বুড়ো, ময়না... স্বামী স্ত্রী আর আলসেসিয়ান, জায়গা বড়োই কম, আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম...... নিজে হাতে ভাত খেতে পারতোনা ক খোকা, বলতাম, আমি না থাকলেরে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাদেনা , নেই বুঝি আর মনে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেধে, দুহাত আজো খোঁজে, ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন, বৃদ্ধাশ্রম...... খোকারও হয়েছে ছেলে দুবছর হল, আরত মাত্র বছর পচিস ঠাকুর মুখ তোলও, একশো বছর বাঁচতে চাই, এখন আমার সাধ, পঁচিশ বছর পরে খোকার, হবে ঊনষাট, আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশী, খোকা আমি মিলে থাকব পাশাপাশি, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার, বৃদ্ধাশ্রম... Thank You.